ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ভর্তিতে ছিটমহল-তৃতীয় লিঙ্গের কোটা বাতিল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বেরোবিতে ভর্তিতে ছিটমহল-তৃতীয় লিঙ্গের কোটা বাতিল

রংপুর (বেরোবি): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় বিলুপ্ত ছিটমহল ও তৃতীয় লিঙ্গের বিশেষ কোটা বাতিল করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা চালু করেন সাবেক উপাচার্য ড. একেএম নূর-উন-নবী। তবে এ দু’টি কোটা চালুর পরে নির্ধারিত আসনে কেউ রেজিস্ট্রেশন না করায় বরাদ্ধ করা আসন ফাকা রয়ে গেছে।

এছাড়াও ২০১৬-১৭ শিক্ষাবর্ষে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত বিলুপ্ত ছিটমহল অধিবাসীদের জন্য চালু করা হয় বিলুপ্ত ছিটমহল কোটা। বিশেষ এই কোটায় গত শিক্ষাবর্ষে দশমিক ৫ শতাংশ হারে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।