ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যাদুর্গতদের সহায়তায় শাবিপ্রবির সংস্কৃতি কর্মীরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
বন্যাদুর্গতদের সহায়তায় শাবিপ্রবির সংস্কৃতি কর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেট (শাবিপ্রবি): দেশের বন্যাদুর্গত অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বন্যাদুর্গতদের পাশে ‘সাস্টিয়ান’ শিরোনামে এ চ্যারিটি তহবিল সংগ্রহ করা হয়।

সোমবার (২৮ আগস্ট) জোটের সমন্বয়ক জুয়েল রানার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যদের সহায়তায় ৩ লাখ ৭ হাজার টাকা সংগ্রহ করে। পরে তা বিভিন্ন আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদশে সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।