মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
৫টি ইউনিটের মোট ৭ হাজার ১২৩টি আসনের বিপরীতে ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন।
যার মধ্যে ক-ইউনিটের ১ হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৯১ হাজার ১৪৩ জন, খ-ইউনিটের ২ হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ৩৩ হাজার ১৬৪ জন, গ-ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন, ঘ-ইউনিটের ১ হাজার ৬১০টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ২৮২ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২০ হাজার ১৭২ জন আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৬ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ১৬ সেপ্টেম্বর, মৌখিক ২৩ সেপ্টেম্বর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগযোগ করা যায় এমন ইলেকট্রনিকস ডিভাইস/যন্ত্র সর্ম্পূণ নিষিদ্ধ। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসকেবি/আরআর