ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে গবেষণা পদ্ধতি এবং ই-রিসার্চ পরিচালনা প্রশিক্ষণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ইবিতে গবেষণা পদ্ধতি এবং ই-রিসার্চ পরিচালনা প্রশিক্ষণ 

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা পদ্ধতি এবং ই-রিসার্চ পরিচালনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিএসি) আয়োজনে রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

আইকিউএসির চেয়ারম্যান অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা রাজিবুল হকের উপস্থাপনায় কর্মাশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।

কর্মাশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহজাদ নাসির উদ্দিন।  

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।