শুক্রবার (২২সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের কেন্দ্র থেকে আটক করে প্রক্টরিয়াল টিম। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শাহাজাহান আলী ভর্তিচ্ছু তানসেন মিয়ার ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেন।
পরে জিজ্ঞাসাবাদে শাহাজাহান সাড়ে তিন লাখ টাকার চুক্তির কথা স্বীকার করেন। পরবর্তীতে তানসেনকেও আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) তিনজন জালিয়াত চক্রের সদস্য আটক করা হয়েছে। আজকে গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সজাগ রয়েছে বলেও জানান প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসকেবি/ওএইচ/