ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে পরিষ্কার অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
জাবিতে পরিষ্কার অভিযান জাবিতে পরিষ্কার অভিযান, ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ‘আমাদের বিশ্ববিদ্যালয়, আমরাই পরিষ্কার রাখবো’ স্লোগানে জাবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ভর্তি পরীক্ষা পরবর্তী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এ ক্যাম্পাসে বিপুল সংখ্যক পরীক্ষার্থী আগমন ঘটে।

যার কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তুপ জমে। আর এসব ময়লা দূর করে সুবজ ক্যাম্পাসকে সবুজ রাখতে ছাত্রলীগের এ উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে। এ ধরণের কাজে ছাত্রলীগ আরো বেশি অংশগ্রহণ করবে বলে তিনি আশাব্যক্ত করেন। ’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন,

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ

মো. মনজুরুল হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ,

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।