ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় শিক্ষার্থীদের দুর্ভোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় শিক্ষার্থীদের দুর্ভোগ টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তায় শিক্ষার্থীদের দুর্ভোগ, ছবি: বাংলানিউজ

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে টানা দু'দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির তোড়ে আশুলিয়ার নলাম এলাকার গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) প্রধান সড়কের গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের কাছের (আগে থেকে ভাঙা) রাস্তা ধসে পড়ে গেছে।

বন্যার পানি প্রবাহিত হচ্ছে সড়কের মাঝ দিয়ে। রাস্তার এ পয়েন্টটি অনেক আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিলো।

দু'দিনের টানা ঢলে এ ভাঙনের মূল কারণ। ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা যায় গণ বিশ্ববিদ্যালয়কে।

বিশ্ববিদ্যালয়ে  প্রবেশ করতে শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়েই ভাঙা রাস্তার অংশ পার হচ্ছেন। এছাড়া বাকি রাস্তার দূরাবস্থা তো আছেই। পায়ে হেঁটে কোনোমতে ভাঙা অংশ পার হলেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় গণবির শিক্ষার্থীদের দুর্ভোগ, ছবি: বাংলানিউজআশুলিয়ার নলাম এলাকার সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থী, চাকরিজীবীসহ সব শ্রেণির মানুষের। মানববন্ধন, অবরোধ ও বিভিন্ন কর্মসূচি করার পরও রাস্তার কোনো সুরাহা হয়নি এখনও।

দু’দিনের টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে নালা তৈরি হওয়ায় উৎসুক জনতা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে। সামনেই গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এখন রাস্তার এ দশা ব্যাপকভাবে ভোগাচ্ছে শিক্ষার্থীদের।

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইদুর বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই দেখছি এ রাস্তার ভাঙা। ঠিক করবে, ঠিক করবে বলে বলে প্রায় বছরখানেক পার হয়েছে। গত দু মাস আগে রাস্তার কাজ শুরু করলো দেখলাম। কিসের কি? এখন তো দেখি কিছুই না। ’

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।