ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক শফিউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
রাবি শিক্ষক শফিউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন রাবি শিক্ষক শফিউল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাবি শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, শিক্ষক হত্যার বিষয়টি বেদনার এবং অত্যন্ত লজ্জার।

এভাবে একজন শিক্ষককে মেরে ফেলা হয় এটা মেনে নেওয়া
যায় না। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি জুলফিকার আলী ইসলাম, সমাজকর্ম বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, আইন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শিবলী ইসলাম।

২০১৪ সালের ১৫ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার পথে নগরীর চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।