ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে টাঙ্গাইল জেলা সমিতির কমিটি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বাকৃবিতে টাঙ্গাইল জেলা সমিতির কমিটি

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) টাঙ্গাইল জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. এএস. মাহফুজুল বারি ও সাধারণ সম্পাদক হিসেবে পাপ্পু সাহা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজু আহমেদ রাসেল, তাসলিম হাসান আনসারী ও শেখ সাদিয়া মৌ, সাংগঠনিক সম্পাদক সৌমিক হৃদয় ও মাহবুবুল আলম টাটা, প্রচার সম্পাদক শিশির বিশ্বাস এবং দফতর সম্পাদক সাব্বির আহমেদ শুভ নির্বাচিত হয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটি জানুয়ারিতে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।