এরমধ্যে এক লাখ ৭৪ হাজার ৭৭৬ জন পাস করেছে। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ এবং মেয়েদের পাসের হার ৮৫ দশমিক ০৭ শতাংশ।
গত বছর যশোর বোর্ডে পরীক্ষার্থী ছিলো দুই লাখ ১৩ হাজার ৩৪০ জন। এতে পাসের হার ছিলো ৯৫ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার তিনজন শিক্ষার্থী।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা যায়, চলতি বছর যশোর বোর্ডের নয়টি স্কুলে কেউ পাস করেনি।
তবে বোর্ডের সার্বিক ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, আমরা বোর্ডে প্রশ্নব্যাংক করেছি। আশা করছি আগামীতে আরও ভালো ফল করতে পারবে শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
জেডএস