ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক/ ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে ও নির্মল আনন্দ দেয় পাশাপাশি মন ও মননশীলতার বিকাশ ঘটায়। তাই সবার বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলা ও পিঠা উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক এসব কথা বলেন।

উপাচার্য ইমামুল হক বলেন, বারো মাসে তেরো পার্বনের এ দেশে সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য পিঠা।

গ্রাম বাংলার এই চিরন্তন ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ জাতীয় পিঠা উৎসব আয়োজন করা জরুরি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ইব্রাহীম মোল্লা, বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর (ভারপ্রাপ্ত) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাস, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া, বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার, গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, প্রভাষক সানজীদা মাসুদ, সুলতানা নাজনীন, উন্মেষ রায়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ে বই মেলা ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

শেষে বই ও বাহারী নকশী পিঠার স্টল পরিদর্শন করেন উপাচার্য ।

বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ এ বইমেলা ও পিঠা উৎসবের আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।