রোববার (৬ মে) উপাচার্যের কার্যালয়ে বাংলাদেশ সফররত ডি-৮ এর মহাসচিব অ্যাম্বাসেডর দাতো’কু জাফর কু শারি সাক্ষাৎ করতে আসলে তিনি এ প্রস্তাব দেন।
উপাচার্যের এই প্রস্তাব গ্রহণ করে ডি-৮ এর মহাসচিব বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটন এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ডি-৮ এর সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সদস্য রাষ্ট্রসগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
ডি-৮ এর মহাসচিব অ্যাম্বাসেডর দাতো’কু জাফর কু শারি বলেন, ডি-৮ এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তার সংস্থা খুবই আগ্রহী। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সাহায্য-সহযোগিতা আশা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসকেবি/জিপি