ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ৫ প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৬, ২০১৮
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ৫ প্রতিষ্ঠান

কুমিল্লা: এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের সবই কুমিল্লা জেলায়।

রোববার (০৬ মে) দুপুর সাড়ে ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার মধ্যে প্রথম স্থানে থাকা কুমিল্লা মর্ডান হাই স্কুলে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৩৯ জন।

জিপিএ ৫ পেয়েছে ৩৮৮ জন। ফেল করেছে ৪ জন।  

দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুলে। এ স্কুলে ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৩০ জন। পাসের হার শতভাগ।

তৃতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৩৭১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯৯ জন। ফেল করেছে একজন।

চতুর্থ অবস্থানে রয়েছে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলে ৯২১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০২ জন। ফেল করেছে ৬ জন।

পঞ্চম অবস্থানে রয়েছে কুমিল্লার ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলে ২৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ছেলে ৮১ হাজার ২৪০ জন ও মেয়ে ১ লাখ ১ হাজার ৪৭১ জন। পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।