শনিবার (১২ মে) রাতে হল প্রাঙ্গণে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।
'অন্তর্জালে বুলেটবিদ্ধ বর্ণমালার বলয় চকিত চেতনে চূর্ণ কর, জাগাও সত্য প্রলয়'- স্লোগান নিয়ে এ বিতর্ক উৎসবের আয়োজন করে এফ এইচ হল ডিবেটিং ক্লাব।
সরকারি দল হিসেবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাব এবং বিরোধী দল হিসেবে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে কোনো মেয়েদের হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাবের বিতার্কিকরা হলেন মুন্না সুলতানা নীড়া (নৃবিজ্ঞান বিভাগ), তাসনিম হালিম মীম (আইন বিভাগ) ও অন্তরা শারমিন (ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজলুল হক মুসলিম হলের প্রাক্তন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, ট্রান্সশান বাংলাদেশ লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার শ্যামল কুমার সাহা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি আবু বকর সিদ্দিক প্রিন্স। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এফ এইচ হল ডিবেটিং ক্লাব সভাপতি মো. আবদুল্লাহ আল ফয়সাল।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসকেবি/এসআই