রোববার (৩ জুন) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারতের বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ এবং বেঙ্গলুরুতে অবস্থিত জিআইটিএএম একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়।
চার হাজার একরেরও বেশি জমিতে স্থাপিত জিআইটিএএম-এর তিনটি বিশ্বমানের ক্যাম্পাসে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এবং প্রায় এক হাজার ৪০০ জন শিক্ষক রয়েছে।
এতে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জিআইটিএএম-এর বিশাখাপত্তনম শাখার পরিচালক (এফএসএ) কে পি সি কিষাণের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নাম্বার +৯১ ৭৬৬০০ ০০৬৫৮, ০৮৯১-২৮৬৬৪৭৭। অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যাতে পারে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
এনএইচটি