রোববার (০৭ জুলাই) সকালে কমিশনের অডিটোরিয়ামে ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলীর সভাপতিত্বে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল আগামী এক বছরে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ অন্তর্ভুক্তিকরণ, ল্যাবের অাধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের কথা রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. মো. খালেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের।
সরকারি কর্ম ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের (২০১৮-১৯) অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদনের অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এনটি