সোমবার (১৩ আগস্ট) দিনব্যাপী বিসিএমসি হল রুমে নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা, নাচ-গান আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিসিএমসির অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সারাফাত হোসেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি প্রধান ও ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়ুয়া, সিভিল অ্যান্ড কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী মো. আইয়ুব আলী, আইপি মেরিন অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফিরোজ কবীর, স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসার সহকারী অধ্যাপক সুব্রত সুবণ আচার্য্য।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সপ্তম পর্বের রাইসুল ইসলাম, ইলেকট্রিক্যাল সপ্তম পর্বের ইনজামামুল হক মুমেন, মেকানিক্যাল তৃতীয় পর্বের নাহিদ হাসান ও মেরিন সপ্তম পর্বের আনোয়ার হোসেন।
এছাড়াও নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন মেরিন প্রথম পর্বের রাসেল হোসেন, মেকানিক্যাল প্রথম পর্বের আকবর আলী গোলদার, ইলেকট্রিক্যাল প্রথম পর্বের ফারদিন ইসলাম ফাহিন ও সিভিল প্রথম পর্বের ফারহানা ইয়াসমিন রিক্তা।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান ও সঙ্গীত প্রশিক্ষক শান্তা ইসলাম পলি।
প্রধান অতিথির বক্তব্যে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, যে প্রযুক্তিজ্ঞানে ভালো সে রাজনীতিতে ভালো। মানুষ ও পশুর প্রধান পার্থক্য প্রযুক্তি। তাই প্রযুক্তির এ যুগে নিজেকে গড়ে তুলতে শৃঙ্খলা ও সমানুবর্তিতার বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
ইউজি/আরআইএস/