বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) জেইউডিওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব স্তরে বিতর্কচর্চায় পৃষ্ঠপোষকতার কাজ করে আসছে জেইউডিও।
‘জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইংরেজি ভাষায় বিতর্ক চর্চায় জাহাঙ্গীরনগরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, ইংরেজি বিতর্কের চর্চায় সব বিভাগ, ইন্সটিটিউট ও হলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ও সর্বোপরি ইংরেজি বিতর্কের প্রসারে এখন থেকে কেন্দ্রীয় জায়গা থেকে আরও জোরদারভাবে কাজ করে যাবে জেইউডিও-ইংলিশ ফোরাম। ’
চিফ কো-অর্ডিনেটর হিসেবে এ ফোরামের দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী মারুফ বিন মোজাম্মেল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী রিদিতা তাহসীন অদিতি। এছাড়াও সদস্য হিসেবে ফাহমিনা বর্ষা, নূর আহমেদ হোসেন বিন্দু (প্রাণিবিদ্যা-৪৫), ফারহান সাকিব, সুমাইয়া তাসনোভা (নৃবিজ্ঞান-৪৬) ও ফাহিম হোসেন (ইংরেজি- ৪৬) দায়িত্ব প্লাওন করবেন বিওলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এএ/এইচজে