ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যুব সমাজের উদ্যমী শক্তিকে কাজে লাগাতে হবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
যুব সমাজের উদ্যমী শক্তিকে কাজে লাগাতে হবে সেমিনারে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সভ্যতার বিকাশে যুব সমাজের উদ্যমী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার (১৫ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইয়ুথ ইমপ্যাক্ট: আনলিশিং দি পাওয়ার অব ইয়ুথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ঢাবির সংগঠন ‘স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ারে (সেভ)’ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

দু’দিন-ব্যাপী এই সেমিনারে ৯টি সেশন অনুষ্ঠিত হবে।

এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

ঢাবি উপাচার্য বলেন, যুবক মানেই একটি শক্তির উৎস। যুবসমাজ আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের মাঝে নিহিত থাকে সততা, সাহসিকতা, উদ্দীপনা, কর্মস্পৃহা এবং ত্যাগী মনমানসিকতা। তারা তাদের উদ্যমী শক্তিকে কাজে লাগিয়ে সভ্যতার বিকাশে অবদান রাখতে সক্ষম হবে।

সেভ ইয়ুথের মডারেটর আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. রওনক জাহান, অ্যাম্বাসেডর (অব.) হুমায়ুন কবির, ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং যোগাযোগ বৈকল্য বিভাগের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।