গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ফওজিয়াকে প্রেষণে অধ্যক্ষ নিয়োগ দিয়ে আদেশ জারি করে। কিন্তু ১৬ সেপ্টেম্বর অধ্যক্ষ নিয়োগ বাতিলের আবেদন করে উচ্চ আদালতে রিট করা হয়।
পরে শুনানি শেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় বিকেলে তিনি দায়িত্ব বুঝে নেন।
ভর্তি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ থেকে উত্তোরণে প্রায় দশ বছরের মাথায় রাজধানীর নামি এই বেসরকারি প্রতিষ্ঠানে সরকার মনোনীত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।
অধ্যক্ষ হিসেবে যোগদানের পর ফওজিয়া সাংবাদিকদের বলেন, সরকারের দেওয়া দায়িত্ব তিনি যথাযথ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমআইএইচ/আরবি/