শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই প্রথম শিফটের ভর্তিপরীক্ষা।
এবার মানবিক শাখার (ইউনিট-২) ভর্তিপরীক্ষা শুক্রবার দু’টি শিফটে অনুষ্ঠিত হচ্ছে।
এবার ইউনিট-২ এর ৮৫০টি আসনের বিপরীতে সর্বমোট ২২ হাজার ৯শ ৫০ জন পরীক্ষার্থী ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। অর্থাৎ প্রতি সিটের বিপরীতে ২৭ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও প্রাথমিক আবেদনের পর শর্ট লিস্টিং করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন গ্রহণ করার উপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ হওয়ার কথা থাকলেও এরপর যারা এসেছেন তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে কেন্দ্রে প্রবেশ করতে দিতে দেখা গেছে। পরীক্ষাকক্ষে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিতে দেওয়া হয়নি।
ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (jnu.ac.bd)-এ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
কেডি/এএ