শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে কয়েকশ’ আন্দোলনরত শিক্ষার্থী মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছে।
গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করলে শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্বেচ্ছাচারিতা, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, নারী কেলেঙ্কারি ও কথায় কথায় শিক্ষার্থীদের বহিষ্কারসহ ভিসির বিরুদ্ধে নানান অভিযোগে লাগাতার কর্মসূচি পালন করছে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০৬০৮, সেপ্টেম্বর ২১, ২০১৯
জেআইএম/