সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি সৌধে শ্রদ্ধা ও সমাধি সৌধ কমপ্লেক্সের মিউজিয়াম পরিদর্শন করে হাতে কলমে ইতিহাসের পাঠ নিয়েছেন তারা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনভর সমাধি সৌধ কমপ্লেক্সে অবস্থান করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বাধ্যতামূলক কোর্স ‘স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস’র অংশ হিসেব উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরের পরামর্শে এ শিক্ষা সফরের আয়োজন করে আইওটি ও আইসিটি ইন এডুকেশন বিভাগ।
সফরে শিক্ষার্থীরা জাতির পিতার সমাধি সৌধে অবস্থিত জাদুঘরে জাতির পিতার বিভিন্ন স্মৃতি, আন্দোলন-সংগ্রাম, বর্ণাঢ্য জীবন ও ত্যাগ সম্পর্কে সচিত্র তথ্য সম্পর্কে জানেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব ঘুরে দেখান কোর্স শিক্ষক অধ্যাপক ড. সামসুন্নাহার খানম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ইন এডুকেশন বিভাগের অধ্যাপক ড. আকতারুজ্জামান, প্রভাষক মুনিরা আকতার লতা, আইওটি বিভাগের প্রভাষক নূরজাহান নিপা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএ/