ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ভর্তিপরীক্ষা শুরু, পরিদর্শনে যাননি উপাচার্য

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
জাবিতে ভর্তিপরীক্ষা শুরু, পরিদর্শনে যাননি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে ভর্তিপরীক্ষা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তিপরীক্ষা শুরু হয়েছে। তবে এবার কেন্দ্র পরিদর্শনে যাননি উপাচার্য ফারজানা ইসলাম।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এই সেশনের ভর্তিপরীক্ষার কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি একাডেমিক ভবনে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন পরীক্ষা হবে ছয়টি শিফটে। সকাল নয়টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত প্রতি ২৫ মিনিট অন্তর ঘণ্টাব্যাপী পরীক্ষা চলবে। শুধু দুপুর ১২টা ৫০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে প্রক্টরিয়াল বডিসহ সংশ্লিষ্ট সবাই চেষ্টা চালাচ্ছে।

এদিকে প্রতিবছর ভর্তিপরীক্ষার প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেও এবছর তিনি পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিদর্শনে যাননি। এর আগে গত বুধবার উপাচার্যের পদত্যাগ দাবিসহ পরীক্ষা কেন্দ্রগুলোতে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, উপাচার্যের ভর্তিপরীক্ষা পরিদর্শন কোনো নিয়মের মধ্যে নেই। তবে এটা একটি রেওয়াজ। উপাচার্য হয়তো আজ পরিদর্শনের বের হবেন না। তবে পরীক্ষা চলাকালে যেকোনো দিন তিনি পরিদর্শনে বের হবেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।