মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা এ সংক্রান্ত যে কমিটি গঠন করেছিলাম, সেটির রিপোর্ট তারা জমা দিয়েছেন।
এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, আমাদের কাছে জকসুর আইন সংশোধনের জন্য যে মতামত চাওয়া হয়েছিল আমরা তা জমা দিয়েছি। এছাড়া জকসুর গঠনতন্ত্রও জমা দেওয়া হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় বিশ্ববিদ্যালয় আইনে উক্ত ধারা বা উপধারা সংযোজন ও জকসুর গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধনের প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য জবির আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে জকসু গঠনতন্ত্র প্রণয়ন এবং আইন সংশোধন সংক্রান্ত চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
সেসময় কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে আইন সংশোধনের জন্য সুপারিশ ও জকসুর গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। তবে ৪৮ কার্যদিবস পর রিপোর্ট জমা দেন এই কমিটি।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেডি/এএ