ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীর ছবি অপসারণের অভিযোগ তদন্তের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
প্রধানমন্ত্রীর ছবি অপসারণের অভিযোগ তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

ঢাকা: সিলেটের জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপসারণের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জকিগঞ্জের মো. মাসুক আহমেদ নামের এক ব্যক্তি সম্প্রতি মন্ত্রণালয়ে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) তদন্তের নির্দেশ দেওয়া হয়।


 
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে সিলেট জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।