শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। চলবে সাড়ে ১১টা পর্যন্ত।
এ বছর ‘ঘ’ ইউনিটে ১৫৬০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৯৭ হাজার ৫০৫জন। প্রতি আসনের জন্য লড়ছে ৬২ ভর্তিচ্ছু।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসকেবি/টিএ