ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ব শিক্ষক দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
বিশ্ব শিক্ষক দিবসে বরিশালে র‌্যালি-আলোচনা সভা শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে র‌্যালি। ছবি: বাংলানিউজ

বরিশাল: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্বর থেকে শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন আঞ্চলিক শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) গ্রুপের আঞ্চলিক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আঞ্চলিক কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গা চন্দ্র কুন্ডু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।