ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দর্শনার্থী-অছাত্র প্রবেশে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
দর্শনার্থী-অছাত্র প্রবেশে নিষেধাজ্ঞা জবি প্রশাসনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাপ্তরিক কাজ নেই তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র এবং সবার জন্য উন্মুক্ত।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেধা বিকাশ, মনন ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর তুলনায় বর্তমান ক্যাম্পাসটি খুবই ছোট। এ অবস্থায়, ক্লাস চলার সময় অর্থাৎ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থী ও বর্তমান ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাপ্তরিক কাজ নেই তাদের ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা জানিয়ে শিক্ষার্থীদের রাত সাড়ে ১০টার পর ক্যাম্পাসে না আসার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
কেডি/কেএসডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।