ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিনের অপসারণ দাবিতে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ডিনের অপসারণ দাবিতে পাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা: ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগে রূপান্তরের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্রিপল-ই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় প্রকৌশল অনুষদের ডিন ড. শেখ রাসেল আল আহম্মেদসহ তিন শিক্ষকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেনও তারা।

এছাড়া ডিনের অপসারণ চেয়ে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা ট্রিপল-ই অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
 
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইটিই বিভাগের শিক্ষার্থীদের উসকে দিয়ে আন্দোলন করাচ্ছেন ওই বিভাগের ডিনসহ শিক্ষকরা। ইটিই বিভাগের শিক্ষার্থীরা যেসব দাবি তুলে আন্দোলন করছেন, তা অযৌক্তিক। তাদের আন্দোলনের কারণে দুই বিভাগের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বিঘ্নিত হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসনের উদাসীনতার কারণে নানা সমস্যার মধ্য দিয়ে চলছে বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থীরা তাদের সমস্যার বিষয় নিয়ে প্রশাসনের কাছে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এখন এভাবে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলতে থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে জানান তারা। তাই নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার আগেই বিষয়টি সমাধানের দাবি করেন।

এর আগে গত ১৫ অক্টোবর ক্লাস পরীক্ষা বর্জন করে ইটিই বিভাগকে ট্রিপল-ই তে রূপান্তরের দাবিতে আন্দোলন শুরু করেন ইটিই বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজেদের বিভাগের সামনে তারাও তাদের দাবি-দাওয়া নিয়ে বেশ কিছুদিন বিভিন্ন কর্মসূচি পালন করেন।

তবে শিক্ষার্থীদের এ আন্দোলনের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এবি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।