সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বিগত তিনদিনের ধারাবাহিকতায় শনিবারও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে নাইট কোচে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সিলেটে এসে পৌঁছাতে শুরু করেছেন।
এই সুযোগ বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন রিকশাওয়ালাসহ বিভিন্ন পরিবহনের চালকেরা।
ক্যাম্পাস সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগের অধীনে ১৭০৩টি আসনের বিপরীতে ৭০ হাজার ৫৬২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সকালে ৩৩টি কেন্দ্রে ‘এ’ ইউনিট ও বিকেলে ৪৬টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।
রাজশাহী থেকে পরীক্ষা দিতে এসেছেন আদনান সাকিব। বাংলানিউজকে তিনি বলেন, সিলেটে এমন বৃষ্টি হয় আগে জানা ছিলো না। শুক্রবারও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো খুবই কষ্টের।
একই মন্তব্য আরেক পরীক্ষার্থী রাকিবুল হাসানেরও।
স্থানীয় লোকজন বলছেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সিলেটে লাখ খানেক মানুষের বেশি সমাগম ঘটেছে। এ অবস্থায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিথাকলে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে খুবই ভোগান্তি হবে। আর বৃষ্টিতে অতিরিক্ত ভাড়া, যানজটসহ যাতায়াতের ঝামেলা তো আছেই।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএ/