শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও শহরের ৩২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আকিব উল্লাহ নামে এক পরীক্ষার্থী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছি।
দিনাজপুর থেকে আসা রিফাহ সানজিদা তাহসিন নামে এক পরীক্ষার্থী বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করি, এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবো।
তিনি বলেন, অনেক দূর থেকে পরীক্ষা দিতে এসে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে।
পরীক্ষার সার্বিক বিষয়ে প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষায় কোনো ধরনের অসংগতির খবর আমরা পাইনি। আশা করি, বিকেলে বি-১ ও বি-২ ইউনিটের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হবে।
এদিকে, দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বি-১ ও বি-২ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় ২৮টি বিভাগের অধীনে ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে ৭০ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
আরবি/