ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির একাদশ সমাবর্তনের বক্তা অধ্যাপক রঞ্জন চক্রবর্তী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রাবির একাদশ সমাবর্তনের বক্তা অধ্যাপক রঞ্জন চক্রবর্তী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুষ্ঠিতব্য একাদশ সমাবর্তন বক্তা নির্ধারণ করা হয়েছে। এবার সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী।

আগামী ৩০ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, নির্ধারিত দিনে সমাবর্তন আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি। গ্রাজুয়েটদের নিবন্ধন ইতোমধ্যে শেষ হয়েছে।  

সমাবর্তন বক্তা হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসতে সম্মতি জানিয়েছেন।

একাদশ সমাবর্তনের জন্য ২০১৫ ও ২০১৬ সালে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। সমাবর্তনে অংশ নিতে ৩ হাজার ৫৯৭ জন গ্রাজুয়েট আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।