ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে উপাচার্যবিরোধী ধর্মঘট, সন্ধ্যায় কনসার্ট

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
জাবিতে উপাচার্যবিরোধী ধর্মঘট, সন্ধ্যায় কনসার্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বুধবার (৩০ অক্টোবর) সর্বাত্মক ধর্মঘট ও প্রতিবাদী কনসার্ট করবেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ এর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধ্যাপক রায়হান রাইন।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘অবরোধ ও ধর্মঘটের মধ্যে উপাচার্য না এলেও বিভিন্ন মাধ্যম থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শিক্ষক সমিতির নেতারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসেনি। আমরা বলেছি, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য আচার্যকে অবহিত করতে। শিক্ষক সমিতি নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে। ’

এসময় তিনি ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রতিবাদী কনসার্ট ও সংহতি সমাবেশ করার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর, উপাচার্যের বাসভবন, মেয়েদের হল ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।