এ নিয়ে বুধবার ‘বাংলানিউজে’ একটি সংবাদ প্রকাশিত হয়। মূলত এরপরই টনক নড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
আরও পড়ুন>>জাতীয় বিশ্ববিদ্যালয়ের একী কাণ্ড!
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা ‘সংশোধিত প্রেসবিজ্ঞপ্তি’ পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে ০২/১১/২০১৯ থেকে শুরু হয়ে ২৪/১১/২০১৯ তারিখ পর্যন্ত চলবে। ফরম পূরণ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/honours) থেকে জানা যাবে। পরীক্ষার সময়সূচী এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। ’
এর আগে বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিএ/বিএসএস/বিবিএ/বিএসসি ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে ০২/১১/২০১৮ থেকে শুরু হয়ে ২৪/১১/২০১৯ তারিখ পর্যন্ত চলবে। ’
এ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও ভুল বিজ্ঞপ্তির সমালোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএ/