অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, জেএসসি পরীক্ষার কেন্দ্র ফি বাবদ ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে। এটা না দিলে পরীক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে না।
তারা অভিযোগ করে বলেন, দুর্গম এলাকা হওয়ায় এখানে ফি কম নেওয়ার কথা, কারণ এখানকার বেশিরভাগ মানুষ দরিদ্র অথচ দুর্গম এলাকায় ফি বেশি নেওয়া হচ্ছে। এক্ষেত্রে সরকারের নির্দেশও মানা হচ্ছে না।
এ বিষয়ে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বাংলানিউজকে বলেন, এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভালো বলতে পারবেন। ওনার নির্দেশেই ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা সোমা রাণী বড়ুয়া বলেন, সরকার ১৫০ টাকা নির্ধারণ করলেও দুগর্ম এলাকায় এ টাকা দিয়ে পোষানো সম্ভব হয় না। তাই স্কুল কমিটি নির্ধারণ করে কত টাকা নেবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল আলম বাংলানিউজকে বলেন, দুর্গম এলাকার এসব শিক্ষার্থী ও অভিভাবকরা অতি দরিদ্র। বিদ্যালয় কমিটি আগে বিষয়টা এভাবে ভেবে দেখেনি, তবে অভিযোগ আসার পর আমি বাড়তি টাকা ফেরত দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দিয়েছি।
চট্টগ্রাম বিভাগের উপ-পরীক্ষা নিয়ন্ত্রয়ক মাহবুব হাসান জানান, সরকার নির্ধারিত ফি এর বাইরে বাড়তি টাকা নেওয়ার কারো কোনো এখতিয়ার নেই।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ