কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি ও রোববার (৩ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে পাঁচ-ছয় জন আহত হন।
কুয়েট সূত্রে জানা গেছে, শুক্রবার আন্তঃহল ফুটবল খেলা ছিল। দু’টি হলের খেলা নিয়ে সামান্য উত্তেজনা সৃষ্টি হলে একটি পক্ষ রেফারি ও লাইনম্যানদের ধাক্কা দেয়। বিষয়টি অন্য হলের শিক্ষার্থীরা মোবাইলে ভিডিও করে। এ নিয়ে উভয় হলের ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় সংঘর্ষে পাঁচ-ছয় জন আহত হন। তাদের মধ্যে শাহ আলম ও আকবরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে এমন আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে, শনিবার (২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে অনুষ্ঠিত হওয়ার কথা, তা যথারীতি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯ (আপডেট: ০৯৪০ ঘণ্টা)
এমআরএম/জেআইএম/একে