শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক দেবাশীষ রঞ্জন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা শুরু হয়।
এরমধ্যে রাজশাহীতে ৮৪০, চাঁপাইনবাবগঞ্জে ৪০৯, নাটোরে ৫৭২, নওগাঁয় ৬৪১, পাবনায় ৮১৪, সিরাজগঞ্জে ৭৭৪, বগুড়ায় ৬৫০ ও জয়পুরহাটে ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া প্রথম দিনে বহিষ্কৃত হওয়া পাঁচ পরীক্ষার্থীর সবাই পাবনা জেলার শিক্ষার্থী। এদিন রাজশাহী বিভাগের ২৫৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, রাজশাহীতে জেএসসি পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন। সকালে তিনি প্রথমে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরে সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ে যান। এসময় পরীক্ষার পরিবেশ সন্তোষ প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএস/আরবি/