শনিবার (০২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ঐক্য ও বিখণ্ডের ধারাবাহিকতায় চীনা রাজবংশসমূহ ও আধুনিক চীন’ শীর্ষক স্মারক বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক বেলাল এহসান বাকী।
কাজী নুর-উজ্জামান ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যাপক এহসান বাকী বলেন, বর্তমান কালের বিপুল পরিবর্তিত পরিস্থিত আমলে নিয়ে আমরা চীনের খণ্ডীভবন ও একীভবনের ঐতিহাসিক ছকগুলো নিয়ে আলোচনা করেছি। চীনের সমকালীন উত্থানও এমন একটি ছক অনুসরণ করেছে বলে দেখানো হয়েছে যা বহু পূর্বতন রাজবংশগুলোর বেলায়ও সাদৃশ্যপূর্ণ ছিল।
অনুষ্ঠানে অংশ নেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল প্রমুখ।
কাজী নূর-উজ্জামান বীর উত্তম খেতাম বর্জনকারী একজন বীর মুক্তিযুদ্ধা। তিনি ১৯২৫ সালে জন্ম নেন। ১৯৭১ সালে ৭ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছিলেন। এই বীর মুক্তিযুদ্ধা ২০১১ সালের ৬ মে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ০৩,২০১৯
এসকেবি/এইচএডি