ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ‘বৈশ্বিক গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক এডুরম’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৬ ও ৭ নভেম্বর বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) আয়োজনে রাজধানীর আইইউবির ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) প্রফেসর মিলান পাগন। বিশেষ অতিথি ছিলেন বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত।
কর্মশালায় আইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও সংস্থার মোট ৩০ জন প্রকৌশলী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৯
এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।