চলতি বছর প্রায় ২৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস ছাড়াও শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দুই দফায় এ ও বি ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা ও বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ ইউনিটে ৫১৫টি আসনের জন্য পরীক্ষায় অংশ নেয় ১৩,৬৭৩ জন ও বি ইউনিটের ৪০৫টি আসনের জন্য পরীক্ষায় অংশ নেয় ১২,০৩২ জন পরীক্ষার্থী। প্রতিটি আসনের জন্য তিনজন করে পরীক্ষার্থী অংশ নিয়েছে এবারের ভর্তি পরীক্ষায়।
প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী।
তিনি বলেন, এবারের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা যেমন আমরা করেছি তেমনিভাবে প্রশাসনের সব স্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সহযোগিতায় এগিয়ে এসেছেন।
এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সামাজিক সব সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান উপাচার্য।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
আরএ