ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটির স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আইইউবিএটির স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং-২০২০ সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী বুধবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ৯ টি স্নাতক ও একটি সম্মান বিষয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।

অনলাইনে অথবা সরাসরি আবেদন করা যাবে। ভর্তিচ্ছুদের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.iubat.edu/admission) মাধ্যমে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাস ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসেও সরাসরি আবেদন পত্র জমা দেওয়া যাবে।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে রয়েছে শতভাগ মেধাবৃত্তি। এছাড়া মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ স্পেশাল বৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৬৪টি বৃত্তি দেওয়া হয়। মোট কথা আইইউবিএটিতে পড়াশোনা করার জন্য অধিকাংশ শিক্ষার্থীই আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য আইইউবিএটির নিজস্ব বাস সার্ভিস রয়েছে।

এছাড়া ঢাকা সিটি করপোরেশন, সাভার এবং গাজীপুর হতে প্রতিদিন সকাল ৭টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে আসে এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ক্যাম্পাস থেকে নিদিষ্ট গন্তব্যে ছেড়ে যায়। এর জন্য শিক্ষার্থীদের কোনো টাকা পয়সা দিতে হয় না। দেশের অন্যতম সেরা এ বেসরকারি বিশ্ববিদ্যালয়টি শুরু হয়েছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএর সাবেক পরিচালক এবং শিক্ষাবিদ অধ্যাপক ড.এম আলিমউল্যা মিয়ান এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।