ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৮ মার্চ থেকে ৩১ মার্চ বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
১৮ মার্চ থেকে ৩১ মার্চ বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

অধ্যাপক প্রভাষ কুমার বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এসময় প্রশাসনিক কার্যক্রম চলবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ১৮ মার্চের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ। সোমবার দুপুরে অনুষ্ঠিত প্রাধ্যক্ষ পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।