ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৯ এপ্রিল পর্যন্ত স্থগিত ঢাবির সব ক্লাস-পরীক্ষা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
৯ এপ্রিল পর্যন্ত স্থগিত ঢাবির সব ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিতের সময় ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্বঘোষিত ৩১ মার্চ তারিখের পরিবর্তে আগামী ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এসকেবি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।