ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে ইবি প্রশাসন

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
চলমান পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে ইবি প্রশাসন ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিভাগের অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ডিন’স সভায় এ সিদ্ধান্ত পাস হবে বলে জানা গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য বলেন, আমরা পরীক্ষা নিতে গেলাম আবার শিক্ষার্থীরাও আসল, পরে আবার পরীক্ষা বন্ধ করতে হলো। এমন অবস্থায় পরীক্ষা নেওয়া ঠিক হবে না। তাই যে পরীক্ষা হচ্ছে তা বন্ধের নির্দেশ দিয়েছি। মঙ্গলবার ডিনদের আনুষ্ঠানিক সভায় এটি পাস করা হবে।

উপাচার্য আরও বলেন, সরকার থেকে যে সিদ্ধান্ত এসেছে তা আমরা শতভাগ মেনে চলব এবং সেই অনুসারে শিক্ষা কার্যক্রম চলবে।

দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি আগামী ১৭ ও ২৪ মে বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল এবং ক্লাস চালুর ঘোষণা দেন। পাশাপাশি এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে সমস্ত পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।