ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যাত্রা শুরু করলো আইএসইউ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
যাত্রা শুরু করলো আইএসইউ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন .

ঢাকা: যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান আহরণ, জ্ঞান বাড়ানো ও জ্ঞান বিতরণের জন্য গবেষণার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
 
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। গবেষণার পাশাপাশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভালো পড়াশোনাও হবে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সেন্টার করার প্রস্তাব রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ-এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ। বক্তব্য রাখেন- আইএসইউ রেজিস্ট্রার, প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. অলি আহাদ ঠাকুর, সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।