ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৬ তলা মেডিক্যাল সেন্টারের প্রস্তাব সিন্ডিকেটে গ্রহণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
ঢাবির ৬ তলা মেডিক্যাল সেন্টারের প্রস্তাব সিন্ডিকেটে গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ কর্তৃক ছয় তলা বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার করার প্রস্তাব বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট প্রাথমিকভাবে গ্রহণ করেছে।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়।

 

সিন্ডিকেট সূত্র বাংলানিউজকে জানায়, ঢাবি অ্যালমনাই সভাপতি কর্তৃক ছয় তলা ফাউন্ডেশন দিয়ে চার তলা এ কে আজাদ মেডিক্যাল সেন্টার করার প্রস্তাব দেওয়া হয়। তখন সিন্ডিকেট সদস্যরা এ কে আজাদ ভবন, ঢাবি মেডিক্যাল সেন্টার নামকরণ করার কথা বলে প্রস্তাবটি প্রাথমিকভাবে গ্রহণ করার জন্য অনুরোধ করে। প্রতি তলার আয়তন হবে ১২ হাজার স্কয়ারফিট।

নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বাংলানিউজকে বলেন, আমরা নামকরণের বিষয়ে সংশোধনী দিয়েছি। আর চার তলাকে ছয় তলা করতে বলেছি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।