ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২, ২০২১
সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বাড়ল

ঢাকা: শর্ত ও নিয়মাবলী সংশোধন করে সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষাবৃত্তির আবেদনের সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।  

বাংলাদেশ কর্মচারীকল্যাণ বোর্ড থেকে রোববার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

 

এতে বলা হয়, ২০২০-২০২১ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীদের (ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীরা ছাড়া) ও বাংলাদেশ কর্মচারীকল্যাণ বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারীদের সন্তানের এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের সন্তানের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়।

আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোসহ আবেদনের শর্ত ও নিয়মাবলী সংশোধন করা হয়েছে।

আবেদনের সংশোধিত শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারীকল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.bkkb.gov.bd) প্রকাশ করা হয়েছে।

এজন্য আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে URL: eservice.bkkb.gov.bd এর মাধ্যমে ৩১ মার্চের মধ্যে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২, ২০২১
এমআইএইচ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।