ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাটখিল-সোনাইমুড়ীতে শিক্ষাসামগ্রী পেলো ৭ হাজার শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
চাটখিল-সোনাইমুড়ীতে শিক্ষাসামগ্রী পেলো ৭ হাজার শিক্ষার্থী

নোয়াখালী: মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে জেলার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এ উপলক্ষে ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। রহমত উল্যা- আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মোসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। বর্তমান সরকার জন ও শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষায় ব্যাপক  উন্নয়ন করেছে। ঝরে পড়া শিক্ষার্থী রোধে সরকার বিভিন্ন প্রকার যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক প্রসার ঘটানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধু তার জীবন যৌবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে। তাই জাতির পিতার জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তার স্মরণে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার গরিব অথচ মেধাবী এমন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।