ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান ব্যারিস্টার সুমনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান ব্যারিস্টার সুমনের ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের উদ্যোগে শুক্রবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ বৃত্তি দেওয়া হয়।

এতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের আইন বিয়ষক সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

তিনি বলেন, অর্থের অভাবে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় যাতে কোনো সমস্যা না হয়, এজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। দেশের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রশিদ বকুল, সদরপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক রবি, খলিসাকুণ্ডি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নাজমুল হুদা, বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তির আহ্বায়ক আমিরুল ইসলাম প্রমুখ।

এর আগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নারগীস আহম্মেদ।

এ সময় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্টপোষকতায় ‘আলহাজ্ব বেলায়েত হোসেন শিক্ষা বৃত্তি’ নামে প্রতি বছরের মতো এবারও ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।